কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙ্গে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ২৬.০২.২৩ইং তারিখ রোজ রবিবার বিকালের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ভেঙ্গে ফেলে।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাউফল পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের উদ্যোগে গালর্স স্কুল রোডে বড় পুকুর পাড়ে প্রতিকৃতিটি স্থাপন করা হয়।
বিকাল ৪টার পরে ঘটনাটি এলাকার লোকজনের নজরে পরে।
স্থানীয় ইউনুস মোল্লা বলেন, “আমি রবিবার দুপুরে অক্ষত অবস্থায় জাতির জনকের প্রতিকৃতিটি দেখেছি। “
এব্যাপারে বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, ” স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এ জঘন্য কাজটি করেছে বলে আমার ধারণা।”তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।
এব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন” বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনা হবে।”
কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
২৬.০২.২৩