কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কতর্ৃক বাস্তবায়িত জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের উদ্বৃত্ত ট্যাব বাউফল উপজেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, বিআরডিবির চেয়ারম্যান সামসুল আলম মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক প্রমুখ। পরে প্রধান অতিথি একই মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন-২০২৩ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।