উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে দলীয় কার্যলয় তালাবদ্ধ অবস্থায় দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতা-কর্মীরা।
২৬.০৩.২৩ইং তারিখ রোজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের পক্ষে উপজেলা চত্বরে স্বাধীনতা স্তম্ভে জাতির শ্রেষ্ঠ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাউফল পৌরসভাসদরের টিএন্ডটি রোডস্থ আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে নেতা-কর্মীরা এ ক্ষোভ প্রকাশ করেন।
দলীয় সুত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ত্রিবিভক্ত উপজেলা আ.লীগ ভিন্ন ভিন্ন কর্মসুচী পালন করেন। উপজেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আ.স.ম ফিরোজ সমর্থিতরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের নেতৃত্বে সকাল ৭ টায় উপজেলা চত্বরে স্বাধীনতা স্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দলীয় কার্যালয়ে জনতা ভবনে আলোচনা সভার মধ্য দিয়ে সকাল ১০ টার দিকে দলীয় কর্মসুচী শেষ করেন।
অপরদিকে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হওলাদার সমর্থিতরা উপজেলা আ.লীগের সহ-সভাপতি তালুকদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে নেতা-কর্মী উপজেলা চত্বরে স্বাধীনতা স্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আ.লীগের দলীয় কার্যলয় জনতা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে দলীয় কার্যালয় জনতা ভবনে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
এ সময় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে ও পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান বলেন, মহান স্বাধীনতা দিবসে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় তালাবদ্ধ। আমাদের প্রিয় নেত্রীর মাধ্যমে জানতে চাই যে, একজন আ.লীগের কর্মী হিসেবে এই আ.লীগ কার্যালয় আমাদের আসার অধিকার আছে কিনা? এটা যদি আ.লীগের কার্যালয় হয়ে থাকে তাহলে তালা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। যাতে আমরা দলীয় কার্যক্রম চালাতে পারি। আর যদি আ.স.ম ফিরোজ সাহেবের ব্যক্তিগত কার্যলয় হয়ে থাকে তাহলে জেলা আ.লীগ ও কেন্দ্রীয় আ.লীগের হস্তক্ষেপ কামনা করছি।
এছাড়া পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েলের পক্ষে প্যানেল মেয়র মোঃ আব্দুল লতিফ খান বাবুলের নেতৃত্বে
উপজেলা চত্বরে স্বাধীনতা স্তম্ভে জাতির শ্রেষ্ঠ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাউফল প্রেসক্লাব রোডস্থ পৌর আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কহিনুর বেগম
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি।।
২৬.০৩.২৩