প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৩, ৯:৫৮ পূর্বাহ্ণ
বাউফলে হৃদয়কে উদ্ধারের দাবিতে মানববন্ধন!
কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী
জেলার বাউফল উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড থেকে কলেজ ছাত্র হৃদয়(২২) নিখোঁজ হওয়ার ৫দিন পেরিয়ে যাওয়ায় তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসীসহ তার বন্ধুমহল।
১৫.০৭.২৩ইং তারিখ রোজ শনিবার বিকাল ৬ঘটিকার সময় এলাকাবাসী ও বাউফল উপজেলার সর্বস্থরের জনগনের পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতাধিক স্থানীয় সাধারন জনগন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন আবির, কিশোর, মোঃ নুরউদ্দিন, মোঃ শায়েদসহ স্থানীয় জনগন, তারা হৃদয় কবিরাজ(২২) কে অতিদ্রুত ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই বিকেল সারে ছয়টায় হৃদয় কবিরাজ (২২) বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। ওই দিন হৃদয়ে সাথে তার বাবার শেষ কথা হয় রাত এগারোটা পয়তাল্লিশ মিনিটের সময় তখন হৃদয় জানায় আমি কিছুক্ষনের মধ্যে বাড়ীতে আসতেছি। কিন্তু সে আর বাড়ীতে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় হৃদয়ের(২২) পিতা হরেন্দ্র কবিরাজ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
www.satyerkhojeamara.com