১। আপনি কি বিল্লুকে আপনার ঝাপি থেকে মাছ নিয়ে যেতে দেখছেন?
২। দেখার পরেও আপনি চুপ করে বসেছিলেন?
৩। বিল্লুকে তাড়া করেছিলেন?
৪। ধরতে পারেননি?
৫। বিল্লু আপনার চেয়ে বুদ্ধিমান এবং বেশি দৌঁড়াতে পারে।
৬। বিল্লুকে তাড়া দেওয়ার সময়ে অন্য কেউ দেখেছে?
৭। আপনাকে বিল্লুকে তাড়া করতে দেখেছে এরকম কোনো সাক্ষী আছে আপনার কাছে?
৮। আপনি বিল্লুকে মাছ চুরি করতে দেখেননি। তাড়াও করেননি।
-- সত্য নয়।
৯। বিল্লু কী মাছ নিয়েছিল?
-- রুই মাছ।
১০। বাজারে আপনি একাই কি রুই মাছ বিক্রি করেন?
১১। আরও অনেকে রুই মাছ বিক্রি করে?
১২। অন্যদের মাছের চেয়ে আপনার মাছের চেহারা সাইজ আলাদা? অন্যদের মাছের সাথে মেলালে আপনার দোকানের মাছ আলাদা করা যায়?
১৩। বিল্লুর কাছের যে রুইমাছ এরকম মাছ আপনি ছাড়াও আরও অনেকে বিক্রি করে?
১৪। বিল্লুর কাছের পাওয়া মাছটা আপনার দোকানের কিনা প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া তা যাচাই করার আর কোনো উপায় আছে?
১৫। বিল্লুকে মাছ নিয়ে যেতে আপনি ছাড়া আর কেউ দেখেছে এরকম কোনো সাক্ষী কি আপনি কোর্টে উপস্থাপন করেছেন?
পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বিল্লুর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিল্লুকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে।