বার্তা বিশেষঃ প্রিয় দৌলতখান ও বোরহানউদ্দিনের নির্বাচিত জন প্রতিনিধি ও সমর্থক বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষন করেই আমার এই ক্ষুদ্র বার্তা।

বার্তা বিশেষঃ প্রিয় দৌলতখান ও বোরহানউদ্দিনের নির্বাচিত জন প্রতিনিধি ও সমর্থক বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষন করেই আমার এই ক্ষুদ্র বার্তা।

চলতি ২০২৪ সালের ২১ মে ৬ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে আপনারা যারা বিজয়ী হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি।
এই নির্বাচনে কোন কোন নেতা কর্মী আপনার হয়ে হয়তো কাজ করেনি, আপনার বিরোধিতা করে তারা হয়তো অন্য পরাজিত প্রার্থীর হয়ে কাজ করেছে। এটা হতেই পারে, সব লোক যে আমাকে একক ভাবে পছন্দ করবে এমনটাও না। সবারই একটা ভালো লাগা অথবা মন্দ লাগা থাকতে পারে।
আমি সেই সূত্র ধরে আপনাদের প্রতি অনুরোধ রেখে বলছি- ভোট শেষ তো সকল ভেদাভেদ শেষ। দিন শেষে সকলেই মুজিবীয় সৈনিক এবং আমার আস্থা।
নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান রইল। যে যেই মার্কার ভোট করুক না কেন আমরা একই পরিবারের এবং একই এলাকার।
বিষয়টি সকলের যেন মাথায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *