নীলফামারী জেলা বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৩-০৪-২২ইং বুধবার সকাল সাড়ে ১১ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করে সংগঠনটির নীলফামারী জেলা শাখা কমিটি।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক বাংলার সময়’র ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক পরিবেশ পত্রিকা বিশেষ প্রতিনিধি মো. মাইনুল হক। বক্তব্য রাখেন, সাপ্তাহিক চিকলী পত্রিকার নির্বাহী সম্পাদক আবদুল্লাহ আল মামুন মানিক , দৈনিক আমার বার্তা পত্রিকার আকাসুদৌল্লা আকাশ, সৈয়দপুর টিভি’র সিইও নাজমুল হুদা ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি শাহজাহান আলী মনন।
উপস্থিত ছিলেন, লেখক ও সাংবাদিক ওয়াহেদ সরকার, মানবাধিকার ও সংবাদ কর্মী ফিরোজ আহমেদ, দৈনিক আমাদের নতুন সময় সৈয়দপুর প্রতিনিধি মমিনুর আজাদ, দৈনিক বাংলার সময়ের ক্যামেরা পার্সন মাসুম বিল্লাহ প্রমুখ।
মানববন্ধন থেকে হামলায় জড়িত দূষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। সেই সাথে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।