এম এ মান্নান ঃ বিয়ের দাবিতে ভোলার দৌলতখানে
প্রেমিকের বাড়ীতে সুদূর দিনাজপুরের শামীমা নামে এক যুবতি অনশন করেছে।
বুধবার (৯ আগস্ট) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়া বাড়ির নাসির উদ্দিনের ঘরে এ অনশন করেন তিনি। জহুরুল ইসলাম এই নাসির উদ্দিনের ছেলে।
শামীমা জানায়, এক বছর আগে ফেসবুকের তাদের পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে প্রেমিক প্রেমিকার জুটিতে মধুর সম্পর্ক ছিল। গাজীপুরে তার ভাড়াটিয়া বাসায় যুবক জহুরুল প্রায় যেতো। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। প্রায় এক মাস হয় এমন ভালোবাসায় ঘুণ ধরায় জহিরুল। জহিরুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তবে এমন সমস্যা সমাধানে বা সুবিচার পাওয়ার জন্য শেষ পর্যন্ত আইনের পথে হাঁটতে পারেন বলে জানান শামীমা।
এদিকে প্রেমিকার উপস্থিতির টের পেয়ে জহুরুল গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেন স্বামীমা। এ ব্যাপারে অভিযুক্ত জহুরুলকে ফোন করেও পাওয়া যায়নি। তবে ছেলে বরিশালে চিকিৎসাধীন আছে বলে তার মা জানায়।
সংবাদ পেয়ে দৌলতখান থানার পুলিশ পরিদর্শক মো. এরশাদুল হক ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করে।
দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানায়, পুলিশ ঘটনাস্থল গিয়ে ভিকটিমকে থানায় এনেছে। ভিকটিমের স্বজন না আসা পর্যন্ত তাকে তার দায়িত্বে স্থানীয় মহিলা জন প্রতিনিধির হেফাজতে রাখা হবে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।