বিশাল চমক নিয়ে আসছে শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আয়োজন।

বিশাল চমক নিয়ে আসছে শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আয়োজন।

দৈনিক সত্যের খোঁজে আমরা


মোঃ সবুজ খান মসদই মির্জাপুর টাংগাইল

মসদই ক্রিকেট মাঠে এবারের টেপটেনিস ক্রিকেট জগতে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদই গ্রামে। এত বড় আয়োজন বাংলাদেশে কোথাও আয়োজন করা হয়েছে কিনা জানা নেই। শহিদ শেখ ফজলুল হক মনি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির বলেন আমি টাংগাইল জেলা মির্জাপুর উপজেলা মসদই গ্রামের সন্তান। আমি সবসময়ই খেলাধুলাবিনোদনের প্রেমিক মানুষ। আমি মসদই কে তথা টাংগাইল,মির্জাপুর কে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে চেষ্টা করছি। আমি নেশা নয় মাদক মুক্ত সমাজ গড়তে চাচ্ছি।খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল এ-ই স্লোগান সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি।এবার এমন আয়োজন করতে চাই যেন বাংলাদেশ নয় এবার সারা পৃথিবীর মানুষ দেখবে জানবে। সব কিছু থাকছে ইন্টান্যাশনাল আকারের। যা ফাইনালে চমক উপহার পাবে দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *