জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)'' একনিষ্ঠ খাদেম,মওলা হুজুর মাইজভাণ্ডারী(মঃ)'র দয়াধন্য ব্যক্তিত্ব, ফেদায়ে মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য, ফটিকছড়ি উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী ও আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি,হাফেজ
মাওলানা আবুল কাশেম মাইজভান্ডারি( মাঃ জিঃ আঃ) এর চাহরাম শরীফ যথাযত বাবে পালিত হল মাজার জিয়ারতে আশেকানে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি ফটিকছড়ি বিবির হাট শাখার সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি উপজেলার সকল সমন্বয়কারীগন।