বুড়ি তিস্তা নদী আছে চরে নেই বালু

বুড়ি তিস্তা নদী আছে চরে নেই বালু

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

দিনে রাতে চুরি হচ্ছে বুড়ি তিস্তা নদীর বালু নদীর ধারে গিলেই চোখ তুলে তাকালে শুধু চোখে পড়ে। অবৈধ ট্রাক্টর গাড়ি, বোমা মেশিন এবং বিভিন্ন সরঞ্জামোদী যা দিয়ে বালু উত্তোলন করা হয়। বারবার প্রশাসনকে অবগত করা হলে কোন ভূমিকা নেই এগুলো বন্ধের কিন্তু নিত্য নতুন প্রতিদিন চলছে অবৈধ ট্রাক্টর গাড়ির সমাহার। এক একটি গাড়ি নদীর চর থেকে বালু তুলে নিয়ে বিক্রি করতেছে ১৮০০ টাকা, মহল পাচ্ছে ৪০০ টাকা, বাকিগুলো গাড়িওয়ালারা। কিন্তু ক্ষতি করতেছে সরকারের
যেখানে সরকার কোটি কোটি টাকা বালু বিক্রি করতে পারতো ডাকের মাধ্যমে সেই বালুগুলো চুরি করে নিতেছে কিছু সিন্ডিকেট মহল বিক্রি করতেছে নানান জায়গায়। এবং বিভিন্ন প্রভাব খাটিয়ে এভাবেই বালুগুলো বিক্রি করতেছে,
এরকমটি দেখা গিয়েছে, জলঢাকা উপজেলার বেশ কিছু জায়গায় যেমন, নেকবক্ত মনসারের ঘাট এলাকায়, ডাঙ্গাপাড়া এলাকায়, কুটিপাড়া চর এলাকায়, শৌলমারী চর এলাকায়, গোলমুন্ডা ইউনিয়নের বেশ কিছু জায়গায় চলমান রয়েছে বালু উত্তোলন। এবং পানি উন্নয়নের বোর্ডের জমানো বালু বিক্রি করে খেয়েছে এই মহল গুলো ও বিভিন্ন এলাকার রাস্তাঘাট গুলো ধ্বংস করে দিয়েছে অবৈধ ট্রাক্টর গাড়িওয়ালারা। এদের প্রতি ভালোভাবে আইনি পদক্ষেপ না থাকায় এমনটি দেখা যায় বলেছেন সচেতন মহল গুলো, এবং জনসাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *