বুধবার মধ্যরাত থেকে সাগর-নদীতে মাছ শিকারে ২২দিনের নিষেধাজ্ঞা শুরু।

বুধবার মধ্যরাত থেকে সাগর-নদীতে মাছ শিকারে ২২দিনের নিষেধাজ্ঞা শুরু।

সত্যের খোঁজে আমরা

কহিনুর পটুয়াখালী জেলা প্রতিনিধি।।


বুধবার মধ্যরাত থেকে শুরু হলো মাছ শিকারে সরকারী ২২দিনের নিষেধাজ্ঞা। সাগর-নদীতে বন্ধ থাকবে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। প্রতি বছরের মতো ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য আগামী ২২ দিন মাছ ধরার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

এসময় মাছ পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয় ও বাজারজাত করন বন্ধ থাকবে। এ আইন অমান্যকারী ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সর্বোচ্চ কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে।

  ইতিমধ্যেই গভীর সাগর থেকে মহিপুর ও আলীপুরের পোতাশ্রয় খাপড়াভাঙ্গা-শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহাস্রাধিক মাছধরা ট্রলার। তবে নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধসহ প্রনোদনা বাড়ানোর দাবি জানান সরকারের কাছে জেলেরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *