দৈনিক সত্যের খোঁজে আমরা
মোঃ নাজিমউদ্দীন স্টাফ রিপিটার
সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল যুক্তরাষ্ট
যুক্তরাষ্ট এক আলোচনা সভায় জাহাঙ্গীর এম আলম বলেন
বেগম খালেদা জিয়া মানি বাংলাদেশের হৃদয়
তাঁকে কঠোর সংগ্রাম করতে হয়েছে এবং অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে রাজনৈতিক আন্দোলনের এক বিপদ-সংকুল বন্ধুর পথ। এ পথের বাঁকে বাঁকে থাকা লোভ, ভয়ভীতি, ভ্রান্তি ইত্যাদির চড়াই-উৎরাই তাঁকে সাধ্যমতো সাবধানতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে। সেই পথচলায় কখনো এসেছে ক্লান্তি, কখনো এসেছে আঘাত, কখনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে সে পথচলাকে থামিয়ে দেবার চেষ্টা হয়েছে বারবার। তবু কর্তব্যে অটল, সাহসে দীপ্ত, সংগ্রামে অক্লান্ত এবং সাফল্যে সুনিশ্চিত বেগম জিয়াকে টলাতে পারে নি কিছুই তিনি একরোখা বীরকন্যা, বীর-জায়ার মতো দীর্ঘ নয় বছর ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন কখনো কখনো একা-একাই আর সে জন্যেই সেই তিক্ত, দীর্ঘ সংগ্রামী নেত্রীকে দেশের জনগণ আপন করে নিয়েছে ‘আপোসহীন দেশনেত্রী’ অভিধায়। বাংলাদেশের জনগণ আর বেগম জিয়া হয়ে পিয়েছেন একাত্ম। এখানে উল্লেখ্য যে, যখনই কোনো সংকটজনক কিংবা অবাঞ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখনই তিনি আপোসহীন চেতনা সংগ্রামের কঠিন ও দুর্গম পথকেই বেছে নিয়েছেন । এ জন্য তাঁকে বহুবার নির্মম হতে হয়েছে, ত্যাগ করতে হয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীদের;