বেতুয়া প্রশান্তি পার্কে অসহায়ের কথা ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত।।  সামসুদ্দিন হাওলাদার স্টাফ রিপোর্টার (ভোলা) থেকে।

বেতুয়া প্রশান্তি পার্কে অসহায়ের কথা ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত।। সামসুদ্দিন হাওলাদার স্টাফ রিপোর্টার (ভোলা) থেকে।

জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা


চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্কের পার্টি সেন্টারে অসহায়ের কথা সমাজ উন্নয়ন সংস্থা,ও অসহায়ের কথা ফাউন্ডেশনের কমিটি নিয়ে আলোচনা সভা সফল ভাবে সম্পন্ন হয়েছে।

সামসুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় ও আলামিন হাওলাদারের সভাপতিত্বে ২২আগষ্ট বিকাল ৫ ঘটিকার
সময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লালমোহন ইলেকট্রনিক এর কর্নধার বিশিষ্ট সমাজ
সেবক সায়মা শাহনাজ পিংকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন
হাওলাদার,আতাউল গনি সিপন, সাংবাদিক সোহেল,লুৎফর রহমান পন্ডিত ও মোবারক হোসেন
বাবুল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন অবহেলিত নিপেরিত মানুষের পাশে দাড়ানোর কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য বলেন, এই সংগঠন অসহায়,হতদরিদ্র, অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে বদ্ধ পরিকর। আমি এই সংগঠনে আজ প্রথম যুক্ত হয়ে আপনাদের একাত্ততা ঘোষনা করে আগামীতে আরো ভালো কিছু করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শই এগিয়ে নিয়ে যাবে এই সংগঠন টিকে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এম,নোমান চৌধুরী, সাংবাদিক হুমায়ুন কবির, যুবলীগ নেতা মনিরুল ইসলাম নিরব,ফারজানা আফরোজ সখি, আল আমিন কুতুব,মাইনুদ্দিন সুজন,নুনবী হাওলাদার, মোঃ আলী জিন্নাহ , মিজানুর রহমান, জসিম উদ্দিন, শিহাব উদ্দিন, জান্নাতুল ইসলাম, মাহমুদুর রহমান সিবলু, ফাতেমা আক্তার জিতু,মোঃ নুরহোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *