বেপরোয়া হয়ে উঠেছে।দক্ষিণ জয়নগরের আলম মেম্বারের ভাতিজা কামাল দেলু সহ কয়েকজন

বেপরোয়া হয়ে উঠেছে।দক্ষিণ জয়নগরের আলম মেম্বারের ভাতিজা কামাল দেলু সহ কয়েকজন


নাজিম উদ্দীন ভোলা জেলা প্রতিনিধি

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাদাবাজির। করতেছে।
দক্ষিণ জয়নগর ১ নং ওয়ার্ড রহিম। উদ্দিন ফরাজীবী।
আলম মেম্বারের ভাতিজা দেলু কামাল সহ কয়েকজন।এ ব্যাপারে আলম মেম্বরের সাথে যোগাযোগ করলে বিষয়টি সে এড়িয়ে গেছে ভুক্তভোগীল লাভলী বেগম জানায় বিগত দিন ধরে আমাদেরকে অত্যাচার করে আসছে বহুবার আলম মেম্বরের সাথে যোগাযোগ করলে সে কোন বিচার করেনি পরবর্তীতে বিগত এক বছর আগে ভোলা সদর আদালতে একটি মামলা করি মামলাটি এখনো চলমান আছে।এখন মামলা উঠানোর জন্য আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের বসত বাড়িঘর থেকে আমাদেরকে বের করে তারা দখল নিয়েছেন আমরা এখন বাড়ি ঘর ছেড়ে দিশেহারা হয়ে আছি।
তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *