বেলকুচিতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল এর ডিও প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : মুসলমানদের সবচেয়ে বড় ধর্ম উৎসব ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব দুঃখী ও অসহায় মানুষের কথা ভেবে তাদের পাশে দাড়াতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ কর্মসূচির খাদ্যশস্য চাল এর ডিও পদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারের দেওয়া ভিজিএফের চাল গরীব দুঃখী মানুষের মাঝে সঠিক ভাবে বন্টন করতে হবে কারণ এটা শুধু গরীবদের জন্য অন্য কারোর নয়। এই বিতরণে বরাদ্দকৃত চালের মাপ সঠিক থাকতে হবে, বিতরণে মাপ সঠিক আর কোন অনিয়ম যেন না হয় সেটা পর্যবেক্ষণের জন্য থাকবে উপজেলা ও জেলা ভ্রাম্যমাণ কমিটির কর্মকর্তা, প্রত্যেক ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত চাল ফুড অফিস থেকে নিয়ে ইউনিয়ন পরিষদে রাখতে হবে, কত বস্তা চাল সব কিছুই হিসাব করে ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, কোন চেয়ারম্যান ভিজিএফের বরাদ্দকৃত চাল কিছু নিয়ে বাকি চাল ফুড অফিস থেকে নেইনিচ্চি বলে কােন তালবাহানা ও কারো চোখে কোন অনিয়ম ধরা পরলেই সঙ্গে সঙ্গে ভিজিএফ বিতরণ গ্রুপে জানাবে সাথে সাথে তার পদক্ষেপ নেওয়া হবে বলে বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে ভিজিএফের ডিও প্রদান ও আলোচনা সভায় বেলকুচি উপজেলা ভূমি কমিশনার শিবানী সরকার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, বড়ধুল ইউপি চেয়ারম্যান মোঃ আছির উদ্দিন মোল্লা, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, বেলকুচি উপজেলা টেগ অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।