রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে জিআর মামলার ৪ জন ওয়ারেন্টর আসামি ও ৪৮ লিটার চোলাই মদ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
মঙ্গলবার ২৬শে মার্চ দিনব্যাপী অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়ারেন্টের আসামিরা হলেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা চৌরাস্তা এলাকার একই পরিবারের ১। মোঃ জুয়েল মন্ডল (৫৩) পিতা মোঃ মোক্তার হোসেন ২। মোছাঃ আমিনা খাতুন (৪৫) স্বামী জুয়েল মন্ডল ৩। মোঃ আল আমিন (৩০) পিতা জুয়েল মন্ডল ৪। মোঃ আরাফাত হোসেন পিতা জুয়েল মন্ডল।
অপরদিকে ৪৮ লিটার চোলাই মদ সহ গ্রেফতারকৃত আসামিরা হলেন, বেলকুচি উপজেলার পৌর এলাকা চালা মধ্যপাড়া গ্রামের ১। আব্দুল আওয়াল এর ছেলে মোঃ হাফিজুল ইসলাম (২৪) ২। দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের মোহাম্মদ তালুকদারের ছেলে মোঃ মুসা তালুকদার (৩২),
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, জিআর মামলায় একই পরিবারের ৪ জন ওয়ারেন্টের আসামি গ্রেফতার করা হয়েছে সেই সাথে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ লিটার চোলাই মদ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।