রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে দেড় কেজি গাঁজা ও ভ্যান গাড়ী চোর সহ বিভিন্ন মামলায় ৭ জন আসামিকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
২৭শে মার্চ দিনরাত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গাঁজা সহ গ্রেফতারকৃত আসামি হলেন ১। বেলকুচি উপজেলার রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামের জাবক্স এর ছেলে মোঃ হযরত আলী (৪০),
ভ্যান চোর আসামি ২। কামারখন্দ উপজেলার বাকবারী কুঠিপাড়া গ্রামের মোঃ জাফর আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৪)
বিভিন্ন নিয়মিত মামলার আসামি ৩। বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের সামছুল হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (২৫) ৪। কামারপাড়া গ্রামের মৃত আমজাত হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪০) ৫। চন্দনগাঁতী গ্রামের মৃত ইয়াসিন মোল্লার ছেলে মোঃ আবু হাছান মোল্লা (৪২) ৬। নাগগাঁতী গ্রামের মোঃ জুলহাস আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন (২৬) ৭। নাগগাঁতী গ্রামের মোঃ মুল্লুক চানের ছেলে বেল্লাল সেখ (৩৫),
এবিষয়ে বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা সহ একজন আসামি ও একজন ভ্যান গাড়ী চোর সহ বিভিন্ন নিয়মিত মামলার আসামি সহ ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অন্যান্য মামলা রুজু করে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।