রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৪ ফেব্রুয়ারি নাচগানে আনন্দ মুখর পরিবেশে নানা রংবেরং এর হলুদ সাঝে গায়ে রং মেখে একে অপরকে ফুল আদান-প্রদান এর মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী গান বাজনা ও নানা আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে বসন্ত উৎসব ১৪৩০ বঙ্গাব্দ ১৪ই ফেব্রুয়ারী দিবসটি পালিত হয়েছে।
বসন্ত উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ভূমি কমিশনার শিবানী সরকার, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা সেই সাথে গান পরিবেশনের অনেক শিল্পীবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অন্য দিকে বেলকুচি উপজেলা চত্তরে ফুলের সমারহ পানির ফোয়ারা শিশুপার্ক সুন্দর পরিবেশ হওয়ায় বিকেলবেলা ছেলে মেয়ে ও দর্শনার্থীদের জনসমাগম লক্ষ করা যায়।
বসন্ত বরণ অনুষ্ঠানের শুরুতে ফুলের শুভেচ্ছা বিনিময় সহ শিক্ষার্থীদের অংশ গ্রহণে নাচ-গান, আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে, হিসেবে উদযাপন করা হয়। এই দিনে স্বামী-স্ত্রী, বাবা-মা-ভাইবোন, প্রিয় বন্ধুরা মিলিত হয় ভালোবাসার বন্ধনে। আগে ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বব্যাপী আনন্দ উন্মাদনার সঙ্গে দিবসটি পালন করা হয়।