রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : নির্বাচনের নামে দেশের জনগনের সাথে সরকার তামাশা শুরু করেছে, এমন পাতানো নির্বাচন দেখতে চায়না জনগন, জনগন চায় অংশগ্রহণ মূলক নির্বাচন এমন বার্তা দিয়ে প্রহসনের নির্বাচন বর্জন, ৭ই জানুয়ারী ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার লক্ষ্যে, কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে, বেলকুচি
উপজেলা'র বিভিন্ন স্থানে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক সিরাজগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত জনাব আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বেলকুচি উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি ও উপজেলা মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
শনিবার ৩০শে ডিসেম্বর দিনব্যাপি লিফলেট বিতরণ কালে আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব রক্ষা,ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারে একতরফা প্রহসনের নির্বাচন বয়কট ও ৭,জানুয়ারী'র ভোট বর্জন করার উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের পাতানো,তথা-কথিত একতরফা
নির্বাচন নতুন প্রযন্ম ও দেশ-প্রেমিক জনতাকে বয়কট করার আহবান জানিয়ে,চলমান আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে এসে কেয়ারটেকারের দাবী আদায়ে সকলকে স্বেচ্ছার ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান ।