বেলকুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ।

বেলকুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ।

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও আহতের আরোগ্য কামনা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ৭ই সেপ্টেম্বর বেলকুচি সরকারি কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি আলহাজ্ব উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম।

এসময় বেলকুচি উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি আবুল হাসেম সরকার, সহকারী সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা শিবির সভাপতি খন্দকার ফয়সাল ও বেলকুচি উপজেলা শিবির সেক্রেটারি ইউসুফ বাবু, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি জাহাঙ্গীর হোসেন, এনায়েতপুর সাথি শাখা সভাপতি ফয়সাল খন্দকার, বেলকুচি উপজেলা দপ্তর সম্পাদক আরিয়ান ইসমাইল, ভাঙ্গাবাড়ী দক্ষিণ সভাপতি ফরিদুল ইসলাম, পৌর সভা উত্তর সভাপতি সামিউল ইসলাম সহ আরও অনেক বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *