রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের বেলকুচিতে ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলা ভাষা তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ মিনারে ফুল দেওয়া হয়।
পরে কুরআন তিলাওয়াত এর মাধ্যমে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ২১শে ফেব্রুয়ারী দিনব্যাপী অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা ওসি তদন্ত আব্দুল বারিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, খাদ্য বিষয়ক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য দপ্তরের কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন।