রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে চাঞ্চল্যকর মা সহ ২ সন্তান হত্যা মামলায় আইয়ুব আলী সাগর নামে এক যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত, সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই রায় প্রদান করেন।
মৃতুদণ্ডপ্রাপ্ত মো: আইয়ুব আলী সাগর, জেলার উল্লাপাড়া উপজেলার নন্দিগাতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।
মামলার সূত্রে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আব্দুর রহমান জানান, ২০২২ সালের ২৮ অক্টোবর রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুরে সৎ খালা রওশন আরার বাড়িতে বেড়াতে আসে সাগর। ঋণগ্রস্ত যুবক সাগর রাতে সবাই ঘুমানোর পরে খালার বাড়ির ট্রাংক থেকে চুরির চেষ্টা করলে দেখে ফেলে রওশন আরা।
এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রওশনআরা ও তার দুই সন্তানকে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড আইয়ুব আলী। ঘটনার দুই দিন পর নিহতদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে রওশন আরার ভাই নুরুজ্জামানের দায়ের করা মামলায় আদালত আজ এই সাজা প্রদান করেন।