রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচিতে ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার একাডেমি স্কুলে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন, পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র স্কুলের ছাত্র মোঃ ফাহিম হোসেন ও পবিত্র কোরআন তেলাওয়াত এর বাংলা তর্জমা করেন মোছাঃ রাইছা খাতুন।
পরে ছাত্র ছাত্রীরা বিভিন্ন কবিতা আবৃত্তি, বাংলা ও ইংরেজিতে মহান স্বাধীনতা দিবসের বক্তব্য তুলে ধরে নানামুখী প্রতিভার পরিচয় দিয়ে বক্তব্য রাখেন। বক্তব্য প্রকাশে সানফ্লাওয়ার একাডেমি স্কুলের গৌরব ও অহংকার ফুটে ওঠে।
মঙ্গলবার সকালে সানফ্লাওয়ার একাডেমি স্কুল প্রাঙ্গণে অত্র স্কুলের সভাপতি মোঃ আরাফাত মুছুল্লির সভাপতিত্বে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার একাডেমির সহ সভাপতি হাজী বাবুল আক্তার, যুক্ত হৃদয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আক্তার হোসেন, সানফ্লাওয়ার একাডেমির অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, সানফ্লাওয়ার একাডেমির কোষাধ্যক্ষ আব্দুস সবুর মুন্সী, অভিভাবক প্রতিনিধি আব্দুল কাদের বাবু, শিক্ষক প্রতিনিধি আব্দুল মমিন বাবুল, সানফ্লাওয়ার একাডেমির সদস্য আব্দুল আলিম মুসুল্লি, মহব্বত আলী, আব্দুল বাতেন অরিন সহ অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।