বেলকুচিতে হত্যার উদ্যেশে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে থানায় মামলা,

বেলকুচিতে হত্যার উদ্যেশে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে থানায় মামলা,

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর ইউনিয়ন বড়ইতলা গ্রামে হত্যার উদ্যেশে একই পরিবারের ৪ জনকে ধারালো অস্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঐ গ্রামের ছাকাত মোল্লা ও তার স্ত্রী খোদেজা খাতুন এবং তার ছেলে মেয়েদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে আব্দুল বারেক সরকারের বড় ছেলে রমজান আলীর সাথে ছাকাত মোল্লার বড় মেয়ে মোছাঃ শাহিদা খাতুনের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো, স্ত্রী শাহিদা খাতুন মাঝে মাঝেই তার বাপ ভাইদের নিয়ে স্বামী রমজান আলীকে মারপিট করায় এর আগেও অনেক দেনদরবারও হয়েছে, রমজান আলী একজন গরু ব্যবসায়ী, গত ২২শে মার্চ সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে স্ত্রী শাহিদা খাতুন ও শ্বাশুড়ি খোদেজা খাতুন মিলে রমজান আলীকে মারপিট করে ডান হাত ভেঙে দিয়ে তার নিকট থেকে দুই লক্ষ্য বাইশ হাজার টাকা ছিনিয়ে নেয়, পরের দিন টাকার বিষয়ে তার চাচাশ্বশুর হাশেল মোল্লাকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে রমজান আলীর পিতা আব্দুল বারিক সরকারের উপর হামলা চালায় ছাকাত মোল্লা গং, খবর পেয়ে রমজান আলী ঘটনা স্থলে উপস্থিত হলে ছাকাত মোল্লার ছেলে ফরিদুল ইসলাম তাকে ধারালো অস্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে, পরে রমজানের ছোট ভাই কুদ্দুস ও জমজ দুই ভাই হাসান হোছেন এগিয়ে আসলে তাদেরকেও ছাকাত মোল্লা সহ আট-দশজন মিলে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় তাদের ৪ জনকে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় ছাকাত মোল্লার হুকুমে তার ছেলে মেয়ে সহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের হত্যার উদ্যেশে আবার হামলা চালায়, এঘটনায় রমজান আলীর পিতা আব্দুল বারিক সরকার বাদি হয়ে ১০ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়।
ঘটনার বিষয়ে ছাকাত মোল্লার ছেলে ফরিদুল এর নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা তাদের মারপিট করেছি ঠিক আছে, তারাও আমাদের মারপিট করেছে কিন্তু হাসপাতালে গিয়ে তাদেরকে মারপিট করা হয়েছে এরকম কোন চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান, ২৩শে মার্চ রবিবার সন্ধায় ফোনে খবর পাই সদর ইউনিয়ন বড়ইতলা গ্রামের একটি পক্ষকে কুপিয়ে আহত করায় হাসপাতালে ভর্তি, তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত করেছি, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *