রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ক্ষ্যতিনামা সুনামধন্য বেলকুচি শিশু একাডেমি বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, নিত্য পরিবেশন ও বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহণাকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, পরে অতিথিরা খেলার মাঠ ও কুচকাওয়াজ পরিদর্শন করে ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
২রা মার্চ (শনিবার) সকালে বেলকুচি শিশু একাডেমি বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রামানিক,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আফিয়া সুলতানা কেয়া বলেন, দেশকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছাতে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার পাশাপাশি ছাত-ছাত্রীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।