রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের
বেলকুচি উপজেলা ১নং সদর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ২৩শে সেপ্টেম্বর বেলকুচি উপজেলা বিএনপির তামাই অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে উক্ত দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম।
অনুষ্ঠানের উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেরামত আলী তালুকদার, শাহিন হাফেজ, আলহাজ্ব রাজ আলী। পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুল হক মুক্তা,
উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার , যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া। সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজীব আহসান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক পলাশ, সদস্য সচিব রেজা প্রামাণিক, উপজেলা ছাত্রদলের সদস্য রিজন সরকার, রাব্বি, সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দ্বি বার্ষিক সম্মেলনে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার ও আবু হেনা ফকির কে সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটি ঘোষনা করেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম।