বেলাবতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বেলাবতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

শাহিনুর আক্তার
(নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৫ পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের নেতৃত্বে উপজেলা বড়িবাড়ি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বিএনপি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জাতির শান্তি সমৃদ্ধ,দেশের উন্নয়ন অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।

পরে দুপুরে উপজেলা মিলনায়তনে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এবং তোফিক হাসানের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্বহত বীর মুক্তিযোদ্ধা, এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন হালদার, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির
আহবায়ক আহসান হাবিব বিপ্লব, বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান কাওছার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর, যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার,
বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রকোশলী গোলাম সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও তারেক জিয়া স্পােটিং ক্লাবের সহ সভাপতি মোঃ কামাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার মোঃ জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলাব উপজেলা শাখার আমির মোঃ জহিরুল ইসলাম, সেক্রেটারি সোহরাফ হোসেন,
বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক আমিনুল হক,বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলাব উপজেলা শাখার সেক্রেটারি সোহরাফ হোসেন, সহ ইউপি চেয়ারম্যান,
আনসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *