
শাহিনুর আক্তার
(নরসিংদী) প্রতিনিধি
“দক্ষ সংগঠক গড়ে তুলি,সংগঠনকে সংহত করি”
এ প্রতিপাদ্যকে ধারন করে নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খান, শহীদ নজিব উদ্দিন খাঁন ফাউন্ডেশন এবং, ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটির অর্থায়নে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব উপজেলা সাংগঠনিক জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শিক্ষা বৃত্তি,গৃহ নির্মাণ, চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিণ বিতরন করা হয়েছে। উপকরণ গুলো হলো- সেলাই মেশিন -১০০,শিক্ষা বৃত্তি- ১০২, চিকিৎসা সহয়তা -৩২, ঘর -১৫, টয়লেট-১১ এবং ২ জনক টিউবওয়েল প্রদান করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুদান বিতরণ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এসময় স্বাগতিক বক্তব্য দেন বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,শহিদ নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খানের পরিবারের সদস্য নিরন খান, চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মাস্টার, ভাটের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুল, নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজনীন হক হেনা, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, ডেল্টা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড বেলাব ইউনিট ম্যানাজার শামসুল হুদা বুলবুল প্রমুখ।