বোরহানউদ্দিনে বিদেশ পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

বোরহানউদ্দিনে বিদেশ পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

বিদেশে পাঠানোর কথা বলে মোঃ জামাল (৩০) পিতা- মোঃ নাছির বড় মানিকা ২নং ওয়ার্ড, এর কাছ থেকে আড়াই লাখ টাকা বিদেশ পাঠানোর নাম করে হাতিয়ে নেন, কুতুবা ১নং ওয়ার্ডের মৃত জালাল আহমেদের ছেলে ফল ব্যবসায়ী মোঃ সিদ্দিক।

বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্দিক এর বিরুদ্ধে।

মোঃ জামাল বলেন- আমাকে কানাডা পাঠানোর চুক্তিতে বিগত ৮ মাস পূর্বে আড়াই লাখ টাকা নেয়। বাকি টাকা বিদেশ যাওয়ার পরে নিবে বলিয়া চুক্তি হয়। অভিযুক্ত সিদ্দিক আদোও বিদেশ পাঠাতে পারে নাই। অভিযুক্ত সিদ্দিককে ভিসার বিষয়ে জিজ্ঞেস করলে আজ কাল করিয়া ঘুরাইতে থাকে। পরবর্তী জানতে পারি আরও অন্যান্য লোকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। গত কয়েক দিন আগে স্থানীয় পর্যায়ে বসে মিমাংসার চেষ্টা করি, তাহাতেও সিদ্দিক কারো মিমাংসা মানে না। ২২-০৩-২০২৩ তারিখে পাওনা আড়াই লাখ টাকা চাইতে গেলে উল্টো আমাদেরকে বলে কিসের টাকা পাবো, এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে বলে ভয় দেখায়। এই সিদ্দিকের খুটির জোর কোথায়? এই কাজ সে কাদের মাধ্যমে করেন? এই সিদ্দিককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ভুক্তভোগীরা, ওকে আইনের আওতায় এনে ওর পিছনে কারা আছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে। তাই ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *