ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মারুফ মোরশেদ আকাশ (২৭) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (০৯ই এপ্রিল) বিকেলের দিকে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ ফখরুল হাসান লিখন, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভা ০৪নং ওয়ার্ডের মোঃ নেছারউদ্দিনের বসত বাড়ীর দক্ষিন পাশে ভোলা-টু-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে ২৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। সে বরিশালের বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর ০১নং ওয়ার্ডের মোঃ হারুনুর রশিদের ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ শাহিন ফকির (বিপিএম) বলেন, আসামিকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইন মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে।