ও মুনসুর আলী বাড়ির জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলিতে আছে । স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এবং এলাকার গন্যমান্যা ব্যাক্তিবর্গ মিলে শালীশে বসা হয় । কিন্তু বিবাদী পক্ষগন শালিসি অমান্য করিয়া বাদী পক্ষের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ১। মোঃ জাকির, ২। মোঃ আক্তার, ৩। মোঃ ইব্রাহিম, ৪। আমির হোসেন, ৫। মিতু বেগম, কে আসামী করে একটি মামলা দায়ের করেন । এবং বাদী পক্ষকে বিভিন্ন সময় নানান রকম হুমকি দামকী ও জীবন নাশের ভয় দেখায়, এবং ২৫-০৮-২০২২ ইং তারিখে সকাল ৯.০০ ঘটিকার সময় দশানী বাড়ির আমির হোসেন এর বাড়িতে বিবাদীপক্ষগন জোর পূর্বক ভাবে ঘর নির্মান করেন প্রতিপক্ষ আমির, মাজেদ, মোঃ মনির, নুরুদ্দিন, মাইনুদ্দিন, আলমগীর, মহিউদ্দিন, এরা দা, ক্ষনতা, কুড়াল, বটি লাঠিসোটা নিয়ে সেখানে মারামারি করেন। এবং জোরপূর্বক ভাবে ঘর নির্মাণ করেন । ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানার পুলিশ এসে সত্যতা প্রমাণ পায় এবং একজন আসামী মোঃ মনিরকে গ্রেফতার করে বোরহানউদ্দিন থানায় নিয়ে যান । এস. আই. মোঃ আহতাব হোসেন চৌধুরী ঘটনা স্থলে তিনি বলেন যে, উভয় পক্ষের মধ্যে জমি-জমা নিয়া চূড়ান্ত ফয়সালা করার জন্য উভয় পক্ষকে থানায় ২৫-০৮-২০২২ ইং তারিখে উপস্থিত হওয়ার জন্য।
স্টাফ রিফোটার, দৌলতখান, প্রতিনিধি মোঃ ফিরোজ আলম,