সত্যের খোঁজে আমরা
আজ ১৪/৭/২২/পারে নয়টার দিকে বাংলা বাজার থেকে বালি বুঝাই করে দৌলতখান এর উদ্দেশ্যে রওনা দেয়,
মিয়ার হাট থেকে চারজন যাত্রী নিয়ে, বোরাকটি বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা দেয়, মাঝখানে সরকার বাড়ির ব্রিজের কাছাকাছি আসলে, ট্রাক চালকের মোবাইলে ফোন আসে, ফোন রিসিভ করতে গেলে পাশে থাকা বোরাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে চালকসহ আরো তিনজন গুরুতর আহত হন, বোরাকটি রাস্তার পাশে পড়ে যায়, চারজন গুরুতর আহত হন আহত দেরকে ভোলা সদর হাসপাতালে স্থানীয় লোকজন নিয়ে যান।