লেখকঃ আল-আমিন
আকাশ জুড়ে মেঘ জমেছে ,
হৃদয় জুড়ে বৃষ্টি,
শীতল হাওয়ায় দুলছে এ’মন
ভাবনায় অনাবৃষ্টি।
কখনো হঠাৎ ঝড়ো হাওয়া.
কখনো রঙে রঙিন.
জীবন তরী এমনি ভাবে
চলছে চলবে বিরামহীন।
এক পশলা বৃষ্টি ঝরে
এক পশলা রোদ্দুর,
ক্ষণে হৃদয় মরুভূমি,
ক্ষণে সেথায় সমুদ্দুর।
বৈরী হাওয়া যাচ্ছে বয়ে
অন্তর আত্মায় তালা,
গুমরে বেড়ায় সুখ পাখিটা
সকাল সন্ধ্যা বেলা।
মেঘের ছায়ায় বৃক্ষরাজি,
মাঠ, ঘাট,পাহাড়, নদী , …
তপ্ত হাওয়া অন্তর জুড়ে
চলছে নিরবধি ।
বিনা মেঘের বজ্রপাতে
মরছি ধূঁকে ধূঁকে।
ঝর্ণার রুপে ঝরছে বারি,
তপ্ত মরুর বুকে।