সত্যের খোঁজে আমরা
পরাজিত হয়েছে এই কারণে বাংলাদেশের মানুষ বিজয় উল্লাস করছে, আনন্দ করছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন?
মোশাররফ করিমের উত্তরঃ আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে, কিন্তু আমার মনে হয়! মাঠের খেলা, মাঠের মধ্যে থাকাটাই ভালো। খেলা শুধু খেলাই। এই খেলার বিষয়কে বিভিন্নভাবে ঘুরিয়ে পেচিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেটার মাধ্যমে আসলে ভালো পরিবেশ তৈরি হয়না।
এই খেলাধুলার বিষয়গুলোকে, আমি আসলে খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সাথে সাথে মানুষের মন থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। এগুলো সাময়িক ভাবে মানুষকে আনন্দ দেয় আবার দুঃখও দেয় দিনশেষে এটা শুধু মাত্র একটি খেলা।
সুপার স্টার মোশারফ করিম