দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। জব্দকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা।
বুধবার (২৮ আগস্ট) ভোররাতে বিরামপুর সীমান্তের গোবিন্দপুর এলাকা থেকে মালিকবিহীন এসব বিষ উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি কাঁচের জারে প্রায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। অবৈধ চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে