শ্রাবণের রিমিঝিমি ধারা
ভালবাসি ফুল শিমুল পারুল
আকাশের মিটি মিটি তারা।
ভালোবাসি খাঁটি এদেশের মাটি
পাখিদের কুহু কলতান
আরো বাসিভালো জোনাকির আলো
তটিনির কলকল গান।
ভালবাসি আর নদী ও পাহাড়
খোলামেলা ফসলের মাঠ
ভালোবাসি লিখা অজানাকে শিখা
অবসরে প্রিয় বই পাঠ।
ভালোবাসি সুর পাখি ডাকা ভোর
রাখালের বাঁশরীর তান
আরো ভালবাসি প্রকৃতির হাসি
ফুল পাখি ভ্রমরের গান।
ভালবাসি আলো যাহা কিছু ভালো
জুলুমের প্রতিবাদ করা
জ্ঞানীদের দেখে ভাল কিছু শেখে
আপনারে ভেঙে চুডে গড়া
ভালোবাসি আর ভালো ব্যবহার
হাসিমুখে ক্ষমা করে দেয়া
আরো ভালোবাসি নিরীহের হাসি
ভালোবেসে কাছে টেনে নেয়া।
মুখে নিয়ে হাসি হাতে ভালোবাসি
জ্ঞানীদের চরণের দাসী
সাদাসিধে চলা কথা কম বলা
দুই ঠোঁটে বেঁধে রাখা হাসি।
ভালবাসি শিশু সব প্রাণী পশু
যাহাদের বুকে আছে প্রান
কাঁদে যদি প্রাণী চোখে আসে পানি
বুকে বাজে বিবহের গান।
ভালোবাসি যারা সৎ পথ হারা
পাপীতাপী সমাজের বোঝা
ভালোবাসি তাকে জড়িয়ে এ বুকে
তার লাগি ভালো পথ খুঁজা।
সবচেয়ে বেশি তাকে ভালোবাসি
যার কাছে হাত তুলে মাগি
ভালোবাসা আর সকল আমার
সে মহান মালিকের লাগি।
শিরোনামঃ আমার ভালোবাসা
লেখায় আমি ফেরদৌস আহমেদ
ছবি সংগৃহীত।