ভেড়ামারায় ট্রাক চাপায় নিহত ২জন মোটরসাইকেল আরোহী

ভেড়ামারায় ট্রাক চাপায় নিহত ২জন মোটরসাইকেল আরোহী


ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:


কুষ্টিয়ার ভেড়ামারার অ্যাক্সিডেন্ট জোন খ্যাত বারোমাইল এলাকায় ট্রাকের(ঢাকা মেট্রো ড-১১৮৬৫৯) চাপায় পিষ্ট হয়ে মহিলাসহ ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ হোসেন পিন্টু (৫০) পারমাণবিক বিদ্যুৎকর্মী ও শারমিন খাতুন (২৪) ঈশ্বরদী ইপিজেডের কর্মী।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ১২ মাইল নামক স্থানে শনিবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন নামে ২জন ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত সাজ্জাদ হোসেন পিন্টু কুষ্টিয়ার ঝাউদিয়া এলাকার আনসার আলি ছেলে ও শারমিন খাতুন মিরপুরের নওয়াপাড়ার শরীফ হোসেনের স্ত্রী। নিহত সাজ্জাদ হোসেন পিন্টু পারমাণবিক কর্মী ও শারমিন খাতুন ইপিজেডের মহিলা কর্মী ঈশ্বরদীর রুপপুরে অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন। ট্রাকটি পুলিশ আটক করেছে। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কোন আপত্তি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, ভেড়ামারার বারোমাইল এলাকায় সাংবাদিকসহ প্রায় শতাধিক ব্যক্তির প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। দক্ষিণবঙ্গেও সঙ্গে-উত্তর বঙ্গের সংযোগকারী ব্যস্ততম এই সড়কে ট্রাফিক আইল্যান্ড স্থাপনের জন্য এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের। আর কত মানুষের জীবন গেলে তবেই হবে ট্রাফিক আইল্যান্ড হবে? প্রশ্ন এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *