জাতীয় দৈনিক সত্যের খোঁজে আমরা
নিজস্ব প্রতিবেদন
তিনি তার দক্ষতা বিচক্ষণ বুদ্ধি মত্তা সততা ও ন্যায়ের পক্ষে থেকে খুনিদের চিহ্নিত করে হাজতে প্রেরণ, মোটরবাইক চোরদের তথ্য বের করে আসামীদের জেল হাজতে প্রেরন করায়,মাননীয় পুলিশ সুপার মহোদয়,অতিরিক্ত পুলিশ সুপার,প্রশাসন ও অর্থ মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ভোলা মহোদয়, এস,আই গোলাম মোস্তফা কে পুরুস্কার প্রদান করেন।আমরা তাহার অনেক মানবিক কার্য্যক্রম দেখেছি, পাগল, রোগির, চিকিৎসা, শীতার্ত মানুষের পোশাকের ব্যাবস্হা, মামলায় সত্যতা যাচাই করে রিপোর্ট প্রেরন, দোয়াকরি আল্লাহ নেক হায়াত দান করুক।