ভোলায় সুমন (৪০) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির কক্ষে থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।সুমন বাপ্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মিয়ার ছেলে। তিনি ভোলার শহরের খালপাড়া এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন।
মঙ্গলবার বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন সুমন। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়।এবং ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে
ভোলা জেলা প্রতিনিধি