ভেড়ামারায় কিশোর সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সামাজিক সংগঠন পরিপাটি নগরীর সেচ্ছাসেবক দের ওপর হামলা |

ভেড়ামারায় কিশোর সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সামাজিক সংগঠন পরিপাটি নগরীর সেচ্ছাসেবক দের ওপর হামলা |

ভেড়ামারায় কিশোর সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সামাজিক সংগঠন পরিপাটি নগরীর সেচ্ছাসেবক দের ওপর হামলা ঘটনা ঘটেছে।

পরিপাটি নগরীর উপদেষ্টা ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসলামকে আক্রমন করে তারা। উক্ত আক্রমন প্রতিহত করার সময় পরিপাটি নগরীর সদস্য সচিব ও ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান সনির হাত ভেঙ্গে যায় এবং পরিপাটি নগরীর স্বেচ্ছাসেবক সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি আসামীদের লাঠির আঘাতে জখম হয়।

সেই সময় বাজারের দোকানদার ও জনগন ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিপাটি নগরীর স্বেচ্ছাসেবদের জনগন উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভেড়ামারা মডেল থানায় উপস্থিত হয়ে পরিপাটি নগরীর উপদেষ্টা ও পৌর যুবলীগের যুগ্ম অহবায়ক আসাদুজ্জামান আসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করলে

ভেড়ামারা মডেল থানা অভিযোগটি গ্রহন করে। মামলা নং ২১ তাং ২৫/০৯/২০২২ এবং ১ ও ২ নং আসামী কে আটক করে। আসামী ০১। মোঃ রতন (৪৪), পিতা-মৃত হুরমুজ আলী, ০২। মোঃ হাসিব (২০), পিতা-মোঃ রতন, সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে এজাহারে আসামী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *