ভেড়ামারায় উপজেলা শিক্ষা অফিস এর মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন এ্যাসিসটিভ ডিভাইস'র সহায়তায় ৫ জন কে হুইল চেয়ার ও ৩ জন কে শ্রবণ যন্ত্র মেশিন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার ও সাথে আরেক প্রতিবন্ধী কে আরেকটি হুইল চেয়ার প্রদান করেন।
উক্ত প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, উপজেলা এলজিডি কর্মকর্তা হাশেম সাহেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।
হুইল চেয়ার প্রাপ্ত প্রতিবন্ধী ছাত্র ছাত্রী হলেন-
১. বাহাদুরপুর সপ্রাবি এর রাবেয়া বসরী।
২, আজাদ সাকাতুন সপ্রাবি এর জিসান আলী।
৩. আরকান্দি সপ্রাবি এর সৌরভ।
৪. চাঁদ গ্রাম সপ্রাবি এর আবু তালহস।
৫. রায়টা সপ্রাবি এর জিম খাতুন।
শ্রবণ যন্ত্র পেলেন,
১. ক্ষেমিড়দিয়ার সপ্রাবি এর ঐশী।
২. রায়টা সপ্রাবি এর মিজান আলী।
৩. বাহাদুরপুর সপ্রাবি এর আবেদ ইবনে মনির।
প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকগণ হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র পেয়ে খুশী হয়েছেন।