বাবা-ছেলে কে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
গতকাল রাতে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
কোস্টগার্ড গণমাধ্যমকে জানায় , আটকৃত আলমগীর মাতাব্বর ও রিয়াদ মাতাব্বরের বিরুদ্ধ পাশ্ববর্তী গঙ্গাপুর ইউনিয়নের চরের বাসিন্দাদের উপর জুলুম, অত্যাচার ও লুটপাট করার অভিযোগ রয়েছে।
সেই অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র, ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করেন।
আটককৃতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
ভোলা নিউজ / টিপু সুলতান