ভোলা জেলা দৈনিক সত্যের খোঁজে আমরা
ভোলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ওলামা মাশায়েখদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সামাজিক-সম্প্রীতি, গুজব প্রতিরোধ, কিশোর গ্যাং, মাদকের অপব্যবহার রোধ সহ বিভিন্ন সমসাময়িক সামাজিক সমস্যা নিরসনে ওলামা-মাশায়েখদের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রশংসা করেন।
তিনি বলেন যারা সামজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননামূলক বক্তব্য কিংবা অপপ্রচার বা গুজব ছড়িয়ে সামাজিক-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ধরনের কোন তথ্য ওলামা-মাশায়েখদের নজরে আসলে তা জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্কৃতিকারীরা যাতে অপপ্রচার বা গুজব রটিয়ে সম্প্রীতি নষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে জনসচেতনতা তৈরীতে ওলামা-মাশায়েখদের সহযোগীতা কামনা করেন।
এ সময় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দ শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা, পুলিশ পরিদর্শক (ক্রাইম) পুলিশ অফিস, ভোলা সহ ভোলা জেলার সম্মানীত ওলামা-মাশায়েখ গণ উপস্থিত ছিলেন।