ভোলা জেলার মাদকের হটস্পট হিসেবে পরিচিত ইলিশা লঞ্চ ও ফেরিঘাট। এই নদীপথে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে নৌযান ব্যবহার করে মাদকের বড় বড় চালান আসে ভোলায়। ইলিশা জংশন বাজারে পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা দায়িত্ব থাকাকালীন সময়ে প্রায় প্রতি সপ্তাহ মাদকের বড় বড় চালান আটক করে ভোলায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সর্বাধিক মাদক উদ্ধারকারী হিসেবে এসআই গোলাম মোস্তফা একাধিকবার বরিশাল রেঞ্জ অধিক মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়। ধারণা করা হয়, এস আই গোলাম মোস্তফা বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কারণে ভোলার মাদকের নিয়ন্ত্রণ কারী গডফাদারদের চক্ষু শুল হয়ে ওঠে। যার ফলো কোন এক অদৃশ্য কারণে এস আই গোলাম মোস্তফাকে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়। এসআই মোস্তফা তদন্ত কেন্দ্রের দায়িত্ব থাকাকালীন এতগুলো বড় বড় মাদকের চালান আটক করা হলেও এখন কেন দৃশ্যমান মাদক উদ্ধার হচ্ছে না ইলিশার এই স্পটে এমনটাই মন্তব্য করতে শোনা যায় ভোলার জনগণের। ভোলায় মাদক নির্মূল করতে হলে মাদক উদ্ধারে দক্ষ চৌকস পুলিশ অফিসার পুনরায় দায়িত্ব দিয়ে মাদক মুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তুহিন খন্দকার
সভাপতি-
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব।