ভোলা
উপশহর বাংলা
বাজারের দক্ষিণ পাশে জয়নগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১ ১৫ ঘটিকায় ভোলা থেকে চরফ্যাশনগামী "জামাদ্দার পরিবহন" (ভোলা-ব, ০৫-০০১৮) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
ভোলা সদর ও বোরহানউদ্দিন থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শেষ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ১ জন মারা গেছে, ১২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে এবং ২৭ জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছ।