ভোলায় স্বচ্ছ নির্বাচনের দাবি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে

ভোলায় স্বচ্ছ নির্বাচনের দাবি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে


হবে। সেই লক্ষ্যে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।
তিনি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে তাদের কে কোন প্রার্থীর সমর্থনে কাজ করতে পারবেন না। সাংবাদিকরা ভোট কেন্দ্রের গোপন বুথের ছবি তোলার জন্য যেতে পারবেন না। শুধু এই টুকুই বিরত থেকে মাঠের মধ্যে লাইভ টিভি চ্যানেল করতে পারেন। কিন্তু ভুঁইফোড় চ্যানেল ও মৌসুমি সাংবাদিক দের কার্ড দেওয়া যাবে না সাংবাদিকদের নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে ।সাংবাদিকরা ভোটের দিন সঠিক সংবাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনার আইন করে দিয়েছেন । কোন সাংবাদিকের ক্যামেরায় হাত দিয়ে ভাঙচুর করার চেষ্টা করলে আর সাংবাদিকের গায়ে হামলা চালালে এবং কোন কেন্দ্রে সন্ত্রাসীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বা সংস্থা কর্তৃক ব্যাবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে আইনের আওতায় আনা হবে এবং কেউ জাল ভোট দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ভোট বন্ধ করে দেয়া হবে।তাই সাবধান হোন।কেউ অন্যায় কাজ করবেন না। তিনি আরো বলেন ভোলার সদর উপজেলা নির্বাচন এমনভাবে উপহার দেওয়া হবে ,স্বচ্ছ ভাবে করতে হবে ,যাতে আগামী প্রজন্ম এই নির্বাচনের কথা মনে রাখবে । বারবার তিনি বলেন কোন প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ কর্মকর্তারা তথা রেব বাহিনী পুলিশ সকলেই সোজা দৃষ্টি রাখবেন । যাতে কেউ বিশৃংখলা সৃষ্টি করতে না পারে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সতর্ক থাকতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *