ভোলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এসপি, ভোলা, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-এর নির্দেশে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে এসআই গোলাম মোস্তফা, এএসআই সুজন ও এএসআই মইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লক্ষীপুর-ভোলা লঞ্চরাস্তা থেকে মোঃ নীরবকে (২৮) গ্রেফতার করে।
নিরন ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের অধিবাসী বলে জানা গেছে।
ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোঃ শাহিন ফকির, বিপিএম।