অভিযোগ উঠেছে পুত্রবধূ আলফার বিরুদ্ধে । বিয়ের পর থেকে আলফা বেগম তার শশুর শাশুড়ির বিরুদ্ধে গ্রামে একাধিক সালিশ বসায়।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে বৃদ্ধ মোঃ শহীদুল্লাহ বসতবাড়ি থেকে সুকৌশলে তার ছেলের বউ আলফা তিন লক্ষ টাকা ও ৫ ভরি গহনা নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। এরপর তিনি বৃদ্ধ বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে উল্টো তাদেরকে যৌতুক মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছন। বাধ্য হয়ে শহীদুল্লাহ তার পুত্রবধূ আলফা বেগমের বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।