ভোলায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

আজ ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি. রবিবার সকাল ০৮.৩০ ঘটিকায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড এ অভিবাদন গ্রহণ করেন জনাব জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালামাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা একটি সু-শৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের পোশাকেও তার বহিঃপ্রকাশ থাকতে হবে। তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সহিত কাজ করে জনগনের আস্থা অর্জন করার নির্দেশনা প্রদান করেন।

কীট প্যারেড এ প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ খবির উদ্দিন, আরআই পুলিশ লাইন্স, ভোলা।

এ সময় উপস্থিত ছিলেন আরওআই, রিজার্ভ অফিস, ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *